যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ করতে চায় এবং অনেক দিন বিড করেও কোন কাজ পচ্ছেনা তাদের জন্য আজকের টিপসঃ upwork-tips-for-new-imamcu07 ১) Profile : আপনার প্রোফাইল ১০০% করুন। ২)Profile Picture: Professional মানের Profile picture অ্যাড করুন। ৩) Profile Title: আপনার প্রোফাইলে Profile রিলেটেড সুন্দর একটি Title দিন। ৪) Overview : সুন্দর একটি Overview লিখুন। ৫) Skill Test: বেশী বেশী স্কিল টেস্ট যুক্ত করুন। ৬) Work Sample: আপনার নিজের করা সেরা কাজগুলোর Snapshot + Link প্রোফাইলে যুক্ত করুন । ৭) Copy না করা: কাউকে কপি করবেননা। প্রোফাইল তৈরিতেও না, কভার লেটার লিখার ক্ষেত্রেও না। নকল করার ক্ষেত্রে সাবধান। আপনার একাউন্ট পর্যন্ত বাদ হয়ে যেতে পারে। ৮) Bid করা: নতুন কাজে বিড করুন। ৪ থেকে ৫ জনকে ইতিমধ্যে ইন্টারভিউতে ডাকা হয়ে গেলে সেই কাজটি পাওয়ার সম্ভবনা খুবই কম । ৯) Job Post হওয়ার সাথে সাথে বিড করুন । ১০) আপনি প্রোফাইলে যেটিতে দক্ষ উল্লেখ করেছেন, সে ধরনের কাজগুলোতে বিড করুন। যেটি বিড করতে চাচ্ছেন, সেটি প্রোফাইলে না থাকলে কাজটি পাবেন না। ১১) Feedback: শুরুতে ছোট ছোট কাজ করে ফিডব্যাক সংগ্রহ করুন। কিন্তু Fake উপায়ে ফিডব্যাক সংগ্রহ করার কোন রকম চেষ্টা করবেন না। ১২) কাজ পাওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টকে কোন রকম ইমোশনালি আকর্ষণ করবেন না বা ভিক্কা চাইবেন না , তাহলে কাজ পাবেননা। ১৩) বিডিং রেট বাজার রেটের চাইতে অস্বাভাবিক কমালে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাতে আপনার ব্যাপারে নেগেটিভ ধারনা পাবে। ১৪) বিড শুরু করার আগে বায়ারের রেটিং, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা চেক করে নিন। ১৫)কাভার লেটারের ভিতর Email ID, Skype ID বা Facebook ID দিবেন না। ১৬) Job description: পুরো Job description-টা ভালভাবে পড়ুন তারপর বিড করুন। ১৭) আপনার পোর্টফোলিও নিয়মিত Update করুন। ১৮) অবশ্যই আপনার Skype ID রেডি করুন। ১৯) ধৈয্য ও অধ্যাবসায় খুব জরুরী। একদিনে কাজ পাওয়ার আশা না করে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর অবশ্যই যে বিষয়টি সব সময় মাথায় রাখবেন, তা হল আপনার কাজের মান বজায় রাখুন এবং কাজের ক্ষেত্রে নিয়মিত Update থাকুন।

Post a Comment

নবীনতর পূর্বতন