আপওয়ার্ক প্রোপোজাল লিখবেন কীভাবে?
নীচের লেখাটি পড়লে আপনি জানতে পারবেন আপওয়ার্কে কীভাবে কাভার লেটার লিখতে হয়। লেখাটি পড়লে আরো জানতে পারবেন এতদিন ধরে যেভাবে লিখে গেছেন তাঁর কোথায় কী ভুল ছিল। আরো জানতে পারবেন..., আচ্ছা বাদ দেন, আসেন পড়ি আগে।
০.১) আপওয়ার্ক প্রোপোজাল লেখার আগে দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ন;

- আপনার প্রোফাইল আপওয়ার্ক স্ট্যান্ডার্ড মত আছে কী না,
- আর আপনি যে জবের জন্যে প্রোপোজাল লিখবেন সেটা ভালমত স্টাডি করেছেন কী না।
একটি মন্তব্য পোস্ট করুন