Who Am I?
আমি মুহাম্মদ ইমাম উদ্দিন, imamuddinwp হিসেবে গুগল সার্চ ইঞ্জিন আমাকে চিনে।
জন্ম বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগের একটি ছোট্ট জেলা ফেনী’তে।
ফেনী সদর থানার ফরহাদ নগর ইউনিয়নে আমার বাড়ী। কাজীম আলী মিয়াজী বাড়ী।![]() |
Imam Uddin | SEO Expert In BD | Founder Of NextGen-Digital |
গ্রামে আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০০৩ সালে মাধ্যমিক পাসের পর চলে আসি চট্টগ্রামের হাটহাজারী থানায় যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত।
২০০৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে হাটহাজারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করি।
২০০৬-০৭ সেশনে ভর্তি পরিক্ষার মাধ্যমে চান্স পাই সমাজ বিজ্ঞান অনুষদের ‘সমাজতত্ব’ বিষয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন [ BSS(hon’s), MSS ] সম্পন্ন করি।
ছাত্রজীবন থেকেই Computer, IT এবং Social Media এর প্রতি এক আলাদা ভাল লাগা কাজ করতো।
তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে IDB-BISEW থেকে একটি IT-Scholarship পাই। এখান থেকেই আমার প্রোগ্রামিং জগতে প্রথম পদচারনা।
এই স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দুইবছর মেয়াদী C#.NET Programming এর উপর IT-Scholarship কোর্চ টি সম্পন্ন করি।
IDB-BISEW এর আর্থিক ও সার্বিক সহযোগিতায় আমি Microsoft থেকে MCPD সার্টিফিকেট অর্জন করি।
At a Glance on me:
- নামঃ মুহাম্মদ ইমাম উদ্দিন।
- পিতাঃ মৃত মুহাম্মদ ইসহাক।
- মাতাঃ আমেনা খাতুন।
- বাড়ীঃ কাজীম আলী মিয়াজী বাড়ী।
- গ্রামঃ পূর্ব সুলতানপুর।
- ইউনিয়নঃ ফরহাদ নগর।
- উপজেলাঃ ফেনী সদর।
- জেলাঃ ফেনী।
কোডিং আর প্রোগ্রামিং এর উপর অধম্য ভালোবাসা আর ভালো লাগার প্রেক্ষিতে ২০১৬ সালের শুরুতেই আমি ASP.NET ওয়েবসাইট থেকে শুরু করে WordPress সহ অন্যান্য ওয়েবসাইট এর উপর অনলাইনে ব্যাপক পড়াশুনা করি।
ব্লগিং এর পাশপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট গুলোতে আমার ছিল অবাধ বিচরন এবং তা এখনো রয়েছে ।
![]() |
SEO Expert In BD | Imam Uddin | imamuddinwp |
বর্তমানে আমি সোস্যাল মিডিয়া মার্কেটিং [ SMM (Social Media Marketing) ] এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [ SEO (Search Engine Optimization) ] নিয়ে ব্যাপক অনুশীলন করছি। আপাতত SEO কেই আমি নেশা থেকে পেশায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এক সময় নিজেকে একজন দেশ সেরা Search Engine Optimizer হিসেবে গড়ে তুলবো এই কামনা ইনশা আল্লাহ।
ফ্রিল্যান্সিং গিক নাকে আমার একটি বাংলা ব্লগ আছে; Freelancing Geek
Educational Background:
- SSC: Science (2003).
- HSC: Science (2005).
- Graduation & Post-graduation: Sociology (2011) from University Of Chittagong.
- Enterprise Systems Analysis and Design C# from IDB-BISEW
- Microsoft Certified Professional Developer (MCPD) from Microsoft
- SEO & Affiliate Marketing from Independent-IT, Dhaka.
২০১৮ সালের মার্চ থেকে কোম্পানীর নিয়ম অনুযায়ী এবং ব্যক্তিগত দক্ষতার ভিত্তিতে Officer পদে উন্নীত হই। এখানে আমি Production & Planning Department এর অধীনে SAP ERP 6.0 এর SAP PP module full operation সহ Advanced Excel VBA data manipulation এর কাজ গুলো করে থাকি।
ধন্যবাদসহঃ
মুহাম্মদ ইমাম উদ্দিন
![]() |
SEO Expert In BD | Imam Uddin |
⤱ ::BLOG | SEO Expert In BD:: ⤱
⟹ imamcu07 | Personal Blog⟹ NextGen-IT | Blog
⟹ Blogger Profile
⟹ WordPress Blog
⟹ NextGen Blog | Medium
⤱ ::Social Media | SEO Expert In BD:: ⤱
⟹ Facebook⟹ Youtube
⟹ Dribble
⟹ Flickr
⤱ :: Social Media | Portfolio:: ⤱
⟹ Behance⟹ Medium
⟹ Mix
⤱ :: About Me | SEO Expert In BD:: ⤱
⟹ Wikipedia Profile | imamuddinwp⟹ About Me Profile | imamuddinwp
⟹ Biography | imamuddinwp
⤱ ::Coding | SEO Expert In BD:: ⤱
⟹ FreeCodeCamp | imamuddinwp⟹ SOLOLEARN | imamuddinwp
⟹ GitHub | imamuddinwp
⟹ DEV | imamuddinwp
একটি মন্তব্য পোস্ট করুন