ছবি দেখে শিখি দ্বিতীয় পর্বে আজ আমরা শিখবো কীভাবে একটি পেন্ড্রাইভ কে বুটেবল করতে হয় তা এর আগে আমরা প্রথম পর্বে দেখেছিলাম কীভাবে ডিভিডি বা পেন্ড্রাইভ থেকে পিসি/ ল্যাপটপে উইন্ডোজ সেটাপ দিতে হয় তা
পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেটাপ দিতে গেলে দরকার হয় একটি বুটেবল উইন্ডোজ ডিভিডি যেটা আমরা সাধারণত বাজার থেকে কিনে থাকি কিন্তু বাজার থেকে কেনা ডিভিডি তে প্রায়ই দেখা যায় যে কোন না কোন সমস্যা থাকে বা বাগ থাকে কিংবা কারও পিসি/ ল্যাপটপে যদি ডিভিডি ড্রাইব নষ্ট থাকে তাহলে সেটাপ দেয়ার জন্য দরকার হবে একটি বুটেবল পেন্ড্রাইভ আর পেন্ড্রাইভ সঠিক ভাবে বুটেবল করতে না পারলে আবার সেটাপে বা সেটাপের পরে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাই আজ আমরা দেখবো কীভাবে একটি পেন্ড্রাইভ কে সঠিক নির্ভুল ভাবে বুটেবল করতে হয়
বাজার থেকে কেনা ডিভিডি তে বাগ থাকে অথবা কেনা ডিভিডি প্রায় ক্ষেত্রেই কাস্টোমাইজ করা থাকে এজন্য যারা ঝকঝকে তকতকে উইন্ডোজ সেটাপ দিতে চান তারা ISO ফাইল এর উপর বেশি নির্ভর করে থাকেন যেখানে বাগ / কাস্টোমাইজেশনের সম্ভাবনা অনেক কম থাকে কথা না বাড়িয়ে চলুন দেখি কীভাবে একটি পেন্ড্রাইভ কে ISO ফাইল দিয়ে বুটেবল হিসেবে প্রস্তুত করা যায়
প্রথমে নিচের লিঙ্ক থেকে ছোট্ট সফটওয়্যার টি ডাউনলোড করে পিসি/ ল্যাপটপে ইন্সটল করে নিই
  ইন্সটল দেয়ার সময় ফাইলের গায়ে রাইট ক্লিক করে Run as administrator হিসেবে সেটাপ দিবো
এর পর Next  ক্লিক করি,
ইন্সটল শেষ হলে Finish  ক্লিক করবো
এবার ডেস্কটপে দেখি এই সফটওয়্যার টির একটি Shortcut icon আসছে কিনা   সেখানেও একই ভাবে Run as administrator হিসেবে ওপেন করার চেষ্টা করবো  [N.B: ফাইলের গায়ে Windows 7 USB লিখা থাকলেও এই সফটওয়্যার দিয়ে Windows XP, Windows7, Window8, Windows 8.1  Windows 10 Preview বুটেবল করা যাবে]
ওপেন হবার পর এবার Browse ক্লিক করবো
  Browse  ক্লিক করলে একটি উইন্ডো আসবে, সেখান থেকে ISO ফাইল কোথায় আছে তা দেখিয়ে দিয়ে অর্থাৎ সিলেক্ট করে Open ক্লিক করবো/ অথবা ISO  ফাইলের গায়ে ডাবল ক্লিক দিব
  ISO ফাইল টি সিলেক্ট হলে এবার Next বাটনে ক্লিক করবো
  এবার USB device বাটনে ক্লিক করবো, কেউ যদি Blank DVD কিনে রাইট করতে চান তাহলেও করা যাবে, যেহেতু এখানে আমি পেন্ড্রাইভের কথা বলেছি তাই USB device  ক্লিক করবো
  পেন্ড্রাইভ Format হবার জন্য অনুমতি চাইবে, আর পেন্ড্রাইভে যদি কোন জরুরী ফাইল থাকে তাহলে তা আগেই সরিয়ে রাখবেন সবকিছু ঠিক থাকলে এবার Erase USB Device ক্লিক করবো
১০  আবারও Confirm এর অনুমতি চাইবে, Yes বাটনে ক্লিক করবো
১১  বুটেবলের কাজ শুরু হবে
১২ পেন্ড্রাইভ Format হচ্ছে,
১৩ Format শেষে এবার ফাইল গুলো  % আকারে কপি হতে থাকবে
১৪ দশ / বার মিনিটের মত সময় নেবে, ১০০% হয়ে গেলে ‘Start over’ ক্লিক করবো
১৫  এবার উপরে  X তে ক্লিক করে Close করি, এভাবে খুব সহজে একটি সঠিক নির্ভুল বুটেবল পেন্ড্রাইভ তৈরি হয়ে গেলো
বিশেষ দ্রষ্টব্যঃ পেন্ড্রাইভ বুটেবল করার সময় পিসি/ ল্যাপটপে অন্য কাজ না করাই ভালো এতে করে ফাইল করাপ্টেড কিংবা মিসিং হবার সম্ভাবনা কম থাকে আর আপনার পিসি / ল্যাপটপে Antivirus USB Disk Security যদি ইন্সটল করা থাকে তাহলে পেন্ড্রাইভ বুটেবল শুরু করার আগে এই দুইটা সফটওয়্যার Exit করে রাখুন আর এই দুইটা সফটওয়্যার চালু থাকা কালীন পিসি/ ল্যাপটপে বুটেবল পেড্রাইভ ঢুকালে পেন্ড্রাইভের বুটেবল সিছুয়েশন নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি আর পেন্ড্রাইভ থেকে সেতাপ দিতে পারবেন না, আপনাকে আবার নতুন করে পেন্দারিভ বুটেবল করে নিতে হবে
Presented By: মুহাম্মদ ইমাম উদ্দিন : কে,এম, হাট, ফেনী। ---> www.facebook.com/imamcu07

Post a Comment

নবীনতর পূর্বতন