Subtitle Solution For KMPlayer:
>> বিদেশী ভাষার মুভি বিশেষ করে China ও South Indian(Tamil, Telugu) মুভি গুলো দেখতে হলে Subtitle এর কোন বিকল্প নেই;
আবার কিছু কিছু মুভি আছে যেগুলোর Subtitle অনেক কষ্টে খুঁজে বের করে মুভি দেখার সময় দেখা গেলো যে Subtitle এর সাথে মুভির সিকোয়েন্স মিলছে না; অর্থাৎ Subtitle এর সাথে মুভির সিকোয়েন্স আগে / পরে হয়ে যাচ্ছে;
Movie-Lovers দের Subtitle সমস্যার সমাধানের জন্য এই পোষ্ট।
বেশির ভাগ মানুষই মুভি দেখার জন্য KMPlayer কেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন; KMPlayer এর Subtitle থেকে শুরু করে Equalizar সব কিছুই মোটামুটি সহজ ও High Level এর; সেই কারনে এখানে আমি Subtitle Solutuion হিসেবে KMPlayer কেই Example হিসেবে দেখাবো;
KMPlayer এ Subtitle সহ মুভি Play করার পর যদি দেখা যাচ্ছে যে মুভির সিকোয়েন্স এর সাথে Subtitle আগে / পরে আসতেছে বা মিলছে না ; তখন আপনি Subtitle Solution অনেক ভাবে ও সহজ উপায়ে করে নিতে পারেন;
নিচে দুটি সহজ পদ্ধতি দেয়া হলঃ
পদ্ধতি---০১:
ধাপঃ০১---মুভি চলা কালীন সময়ে নিচের ছবিতে দেখানো অপশনটি ( Control Box ) চালু করুন;
ধাপঃ০২--- Capital Letter ‘A’ তে ( Subtitle Control ) Click করুন;
ধাপঃ০৩--- এবার নিচের ছবিটি লক্ষ্য করুন;
‘More…’ অপশনে Click করলে পাশে একটি Popup Window আসবে যেখানে Subtitle এর Timing Schedule দেখাবে;
ধাপঃ০৪---
Voice শোনার সাথে সাথে Voice অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত Suntitle এর লাইনটিতে Click করুন; তাহলে এবার Click অনুযায়ী KMPlayer এ Subtitle দেখতে পাবেন।
এভাবে খুব সহজে KMPlayer এ Subtitle এর Adjustment করুন আর মুভি দেখুন;
পদ্ধতি---০২:
আরও সহজ ভাবে করতে চাইলেঃ
KMPlayer এ Subtitle সহ মুভি চালু করে আপনার KeyBoard থেকে ‘[’ Key অথবা ‘]’ Key চেপেও খুব সহজে Subtitle কে Adjustment করতে পারবেন; এটিই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি।
পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
সৌজন্যেঃ মুহাম্মদ ইমাম উদ্দিন
একটি মন্তব্য পোস্ট করুন