Windows 7 setup (উইন্ডোজ ৭ সেটআপ) দেয়ার নিয়ম (ছবিসহ);
Presented By;
***Md.ImAmUdDiN***
01815682307
 Windows 7 সেটআপ দেয়ার আগে জেনে নিতে হবে আপনার কম্পিউটারে এটা চলবে কিনা?
Windows 7 setup
করার জন্য আপনার Computer/Laptop এ কমপক্ষে যা থাকা প্রয়োজনঃ
·  ১. 1 GHz Processor
·  ২. 512MB RAM
·  ৩. 20GB in C Drive
আছেতো আপনার Computer এ এই তিন জিনিস? তাহলে শুরু করুন Windows-7 Setup.

সতর্কতাঃ Windows Setup এর আগে C Drive/Desktop/Documents এর সকল গুরুত্বাপূর্ণ File অন্য Drive সরিয়ে রাখুন। কারন Windows Setup এর কারনে ঐ সব জায়গার সব File চিরতরে হারিয়ে যাবে।
Step-1: BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup
Computer
এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার সাথে সাথে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে।
এখন Boot Option এ গিয়ে 1st Boot : CD/DVD আর 2nd Boot : HD/Hard Disk করে দিতে হবে। F10 চেপে ও Y(Yes) চাপলে BIOS Save হবে এবং Computer restart হবে।
নিচের চিত্র দেখুনঃ


MotherBoard
এর কারনে BIOS এর ধরন ভিন্ন হতে পারে। তবে 1st Boot, 2nd Boot এর ব্যাপারটা সকল ক্ষেত্রে সম্পূর্ণ একই রকম।

Step-2: Windows-7 Setup........
Computer restart
হওয়ার সময় Press any key to boot from cd or dvd আসার সাথে সাথে Keyboard থেকে যে কোন একটি Button চাপ দিন।


এরপর এই রকম আসবে, এখন অপেক্ষা করুন.........


Next
Click করুন.........


Install Now
তে Click করুন.........


I accept the license terms
Click করে Next Click করুন.........


Windows 7 Home Ultimate
Click করে Next Click করুন.........


Custom
Click করুন.........


Disk 0 Partition 2
তে Click করে Format করুন এবং Next Click করুন.........


হুম, শুরু হল Installing Windows...


Installing updates...


installing updates
শেষে ১০ সেকেন্ড পর Computer restart হবে...


Restart
হচ্ছে......


অপেক্ষা......


User Name
Computer Name লিখে Next Click করুন.........


ইচ্ছে করলে Password দিতে পারেন......

Product key
চাইবে! ভয় পাবেন না! Product key কে পাত্তা না দিয়ে Next Click করুন। এই বার লও খ্যলা......


Ask me later
Click করুন.........


Computer
এর ঘড়ির সময় ঠিক না থাকলে ঠিক করে Next Click করুন.........


Public Network
Click করুন.........


অপেক্ষা....





Restart
হওয়ার পর...






অপেক্ষা আর অপেক্ষা....





:) 
 :) শেষ.........




ধন্যবাদ সহঃ

মুহাম্মদ ইমাম উদ্দিন
ফেসবুকে আমি মুহাম্মদ ইমাম উদ্দিন
আমার Word Press Blog  লিংক http://imamcu07.wordpress.com

Post a Comment

নবীনতর পূর্বতন