What is SEO – Search Engine Optimization?
SEO বা এস ই ও বুঝতে হলে সবার আগে বুঝতে হবে Search Engine। সার্চ ইন্জিন এর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত।সার্চ ইঞ্জিন হচ্ছে Google, Yahoo, Ask ইত্যাদি। এগুলোর মধ্যে Google সবচেয়ে জনপ্রিয় Search Engine। গুগল এ আপনি কোন বিষয় জানার জন্য সার্চ করলে সে অনুযায়ী সবচেয়ে ভাল তথ্যবহুল যে সাইট টি আছে আপনাকে সেটা দেখাবে।
যেখানে ভিজিট করলে আপনি আপনার কাঙ্খিত তথ্য গুলো পাবেন। এভাবে আপনি আপনার সাইটটি যেভাবে গুগলের টপে নিয়ে আসবেন এটাই এস ই ও এর কাজ।
![]() |
What is SEO? |
যেখানে ভিজিট করলে আপনি আপনার কাঙ্খিত তথ্য গুলো পাবেন। এভাবে আপনি আপনার সাইটটি যেভাবে গুগলের টপে নিয়ে আসবেন এটাই এস ই ও এর কাজ।
অর্থাৎ গুগল বা যে কোন সার্চ ইন্জিন এ আপনি যেভাবে করে নিজের সাইটকে সবার উপরে প্রথম পেজ এ আনবেন এই কাজটাকেই এসইও ( SEO ) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন শিখবেন??
অনলাইন মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ( SEO)। যা কিনা সার্চ ইঞ্জিন (গুগল, বিং, ইয়াহু, ইত্যাদি) থেকে ভিজিটর আনতে সাহায্য করে। আপনি নিজের থেকে একটা জিনিস ভাবুন আপনি যদি কোন বিষয় জানার জন্য সার্চ করেনতখন সার্চ রেজাল্ট এর সাইট গুলোর কোন সাইট টাতে আপনি ক্লিক করেন? প্রথম টাতে নাকিপরের গুলোতে? এভাবে সব ধরনের বিষয়ের ক্ষেত্রে একই রকম।
আর মানুষ এই কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানা থাকলে সার্চ ইঞ্জিন থেকে ফ্রী ভিজিটর যে রকম আনা যায়, সেরকম গুগলকে প্রতি মাসে হাজারের উপর ডলার দেওয়া থেকে বেচে যাওয়া যায়। এটা আরেকটু পরিস্কার করি যেমন আপনি যখন গুগলে কোন বিষয় লিখে সার্চ দেন দেখবেন প্রথম কিছু পেইড এড শো করে। এই কী ওয়ার্ডে সার্চ দিলে এই সাইট টি প্রথমে শো করার জন্য গুগল কে পেইড করতে হয়েছে। আর এ জন্য এক কথায় বলা যায় যে, কোন ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে শিখতেই হবে।
হয়ত আপনি ভাবতে পারেন তাহলে আমার সাইট টা তো টপে থাকলো না । হুম এটা যেমন ঠিক তেমনি ওর পেমেন্ট এর কথা ভাবুন তার সাইট গুগল এর টপে রাখার জন্য তাকে প্রতি ক্লিক এ গুগল কে ১ ডলার করে পে করতে হচ্ছে। আর এক্ষেত্রে আপনি পাচ্ছেন পুরো ফ্রিতে।
আরেক টা জিনিস মাথায় রাখবেন পেইড এড গুলো সবাই পছন্দ করে না। আপনি নিজের থেকে চিন্তা করেন আপনি যদি কোন সাইটে ভিজিট করেন সেখানে যদি কোন এড দেখায় তাহলে আপনি কি এড ক্লিক করেন নাকি সেটা স্কিপ করে যান। এরকম ই সবাই এড এর সাইট গুলোতে ক্লিক করে না। আর সার্চ ইন্জিন র্যাংক হিসেব করে এড দেয়া সাইট এর পরের সাইট গুলো।
এ জন্য এস ই ও এর চাহিদা কখনই কমবে না । প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
একদিকে SEO এর মাধ্যমে আপনি আউটসোর্সিং করতে পারবেন। আপনার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। আবার যদি আপনি চিন্তা করেন আউটসোর্সিং করব না নিজের বিজনেস নিজে ডেভলপ করব আপনি সেটাও পারবেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেন তবে আপনার জন্য যে কোন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন অনলাইন আয়ের জগতে। একটা প্রোডাক্ট তৈরি করা থেকে একটা প্রোডাক্ট মার্কেট পাওয়া অনেক কষ্ট। আর আপনি যখন সেই কঠিন কাজটা নিজের আওতায় অন্তর্ভুক্ত করতে পারবেন তখনি আপনি অনলাইন আয়ের জগতে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন।
আর বর্তমানে ইকমার্স ব্যাবসা, যে কোন ধরণের বিজনেস ডেভলপ করা সব কিছুই প্রযুক্তির সাহায্যে হচ্ছে। আর সব কিছুই আপনি সম্ভব করতে পারবেন SEO দ্বারা।
আরেক টু দেখে নিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে কি কি বিষয়ে সাহায্য করবে ??
1. আপনার সাইটের ভিজিটর বৃদ্ধির ক্ষেত্রে।
2. ROI বা আপনার বিনিয়োগ ফিরে পাবেন (ROI=Return on Investment)
3. অতিরিক্ত পরিমাণ বিনিয়োগ বাঁচাতে পারবেন।
4. খুব কম বিনিয়োগে নিজের কোম্পানি বা ব্র্যান্ড কে প্রচার করাতে পারবেন।
SEO কোথায় শিখবেন??
SEO শেখার বিভিন্ন উপায় আছে।আমি কিছু শেয়ার করলাম।
১। ট্রেনিং সেন্টার
২। অনলাইনে বিভিন্ন ব্লগ পরে বা গুগল এর সাহায্য নিয়ে।
৩। ভিডিও টিউটোরিয়াল দেখে ।
এই উপায় গুলু ফলো করে আপনি SEO শিখতে পারেন ।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ৩ উপায় এর মধ্যে কোনটা আমার জন্য ভাল হবে ? প্রথম দুইটা উপায় আপনার জন্য সব থেকে বেশি ভাল হবে ।
এখন আবার প্রশ্ন যে, তিন নাম্বারটা কেন বেশি ভাল হবে না ?
উত্তরঃ আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখেন তাহলে আপনার শিখার আগ্রহ ওই ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে । কোন কিছু জানার জন্য আপনি ভিডিও টিউটোরিয়াল খুঁজবেন, ভিডিও টিউটোরিয়াল এর উপর নির্ভর থাকবেন । কোন কিছু জানার জন্য তখন আপনি গুগল ব্যাবহার করবেন না ইউটিউব ব্যাবহার করে ভিডিও খুঁজবেন । যার কারনে আপনার জ্ঞান ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকবে । যার কারনে ভিডিওটাকে আমি ওই ভাবে সাপোর্ট করি না ।
বাকি রইল ২ টা ট্রেনিং সেন্টার অ্যান্ড অনলাইনে ব্লগ পরে । আপনি যদি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এস ই ও শিখতে চান তাহলেও পারবেন তবে আপনাকে ভাল মানের এস ই ও এক্সপার্টদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে । যদি সেই রকম কোন ট্রেনিং সেন্টার না পান তাহলে অনলাইনকে বেছে নিন । এখন ধরুন আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে এস ই ও শেষ করলেন । আর ট্রেনিং শেষ করার পর যদি আপনি মনে করেন যে আপনি SEO ( এস ই ও ) এক্সপার্ট হয়ে গেছেন তাহলে মস্ত বড় ভুল করলেন ।
এখন বর্তমানে ট্রেনিং সেন্টার গুলুতে মোটামুটি বেসিক শিখানো হয় আর খুব কম প্রতিষ্ঠান ই আছে যারা ট্রেনিং চলাকালীন সময়ে লাইভ প্রজেক্ট দেখায় । কিন্তু এতেও আপনাকে এক্সপার্ট হতে পারবেন না। ট্রেনিং শেষ করে আপনার ব্যাক্তিগত সাইট কে এস ই ও করার ক্ষেত্রে এবং ইন্টার্নির ব্যাবস্থা করে কোন লাইভ প্রজেক্টে কাজ করালে আমি আশা করি আপনি কাজ করার মত এস ই ও শিখতে পারবেন। কিন্তু কখনোই এক্সপার্ট বলতে পারবেন না। কারন এটা যে সময় আপডেট হতে পারে অতএব আপনাকে শেখার উপরে কাজের উপরেই থাকতে হবে।
§ আপনাকে যা করতে হবে :
♦ ট্রেনিং চলাকালীন ওখান থেকে যে লাইভ প্রজেক্ট গুলো দেখানো হবে সেগুলোর পাশাপাশি নিজের ব্যাক্তি গত প্রজেক্ট করতে হবে।
♦ ট্রেনিং শেষে ট্রেনিং ইন্সটিটিউট এ কমপক্ষে তিন মাস সময় নিয়ে তাদের থেকে লাইভ প্রজেক্ট করে আপনাকে আগাতে হবে।
♦ এমন প্রতিষ্ঠান এ ভর্তি হবেন যাদের ট্রেইনার রা আসোলেই এসইও কাজ করেন। যে প্রতিষ্ঠান ট্রেনিং এর পরেও আপনাকে তাদের সাথে থেকে ইন্টার্নি বা তাদের প্রজেক্টে কাজ করার সুযোগ দেয়।
♦ যে প্রতিষ্ঠান আসলেই টাকার থেকে শিখানোর ব্যাপারে আগ্রহী সেসব প্রতিষ্ঠান কে বাছাই করে নিতে হবে।
♦ আপনি যেখানে ভর্তি হবেন তাদের মডিউল দেখেন । তারপরে যারা এক্সপার্ট আছে তাদের কে মডিউল দেখান তারা যদি আপনাকে সাজেষ্ট করে ভর্তির ব্যাপারে তাহলে আপনি ভর্তি হবেন।
সর্বপরি গুগল যদি আপনি ভাল করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার এক্সপার্ট হওয়া কেউ ঠেকাতে পারবে না । এমন অনেকেই আছে যে অনেক অ্যাডভান্স জিনিস পারে কিন্তু ছোট কাজ সেটা পারে না কিন্তু সে সেই কাজটা শিখেছিল এখন মনে নেই । আর তার না পারার কারন হচ্ছে অ্যাডভান্স জিনিস শিখতে গিয়ে সে বেসিক অনেক কিছুই ভুলে গেছে এই রকম যেন আপনার ক্ষেত্রে না হয় সে জন্য আপনি যে টুকু শিখেছেন সেই টুকু নিয়ে প্রতিদিন অনুশীলন করতে হবে আর অ্যাডভান্স কাজ গুলো শিখতে হবে ।
SEO (এস ই ও) শিখতে আপনাকে কি কি বিষয় শিখতে হবে?
SEO (এস ই ও) শিখতে আপনাকে কি কি বিষয় শিখতে হবে?
- Basic concepts of a website promotion
- Discussion on White Hat, Grey Hat, and Black Hat SEO
- Keywords
- Back Links
- Anchor Text
- Page Rank
- Website Age
- Understanding Authority
- Ranking Factors
- Introduction to Keyword Research
- Keyword Tools
- Finalization of Keywords
- Domain Selection & SEO Friendly Website Structure
- Single Page Optimize
- Robots.txt and Sitemap.xml
- Important on-site factors
- Google Webmaster Tools & Analytics
- Link Strategy & Monitoring
- Reporting, Portfolio building & Auditing
SEO (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) হল এমন একটি কৌশল, যা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে উচ্চতর র্যাংক করাতে সহায়তা করে। এটি মূলত অন-পেজ SEO, অফ-পেজ SEO এবং টেকনিক্যাল SEO-র সমন্বয়ে গঠিত। অন-পেজ SEO-তে কিওয়ার্ড অপ্টিমাইজেশন, কনটেন্ট কাস্টমাইজেশন এবং মেটা ট্যাগ ব্যবহার করা হয়। অফ-পেজ SEO-তে ব্যাকলিংক তৈরি ও সোশ্যাল সিগন্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেকনিক্যাল SEO ওয়েবসাইটের লোডিং স্পিড, মোবাইল-ফ্রেন্ডলিনেস এবং স্ট্রাকচারড ডাটা নিশ্চিত করে।
উত্তরমুছুনভাল মানের SEO করলে ওয়েবসাইটে বেশি ভিজিটর আসে, যা ব্যবসার প্রবৃদ্ধি বাড়ায়। আপনি যদি পেশাদার SEO এজেন্সির খোঁজ করেন, তাহলে এই আর্টিকেলটি দেখতে পারেন: https://www.faisal24.com/2025/02/best-seo-agency.html
SEO (Search Engine Optimization) refers to the process of optimizing a website to rank higher on search engines like Google. This involves improving various aspects of the site, including its content, structure, and backlinks, to make it more visible to users. Learning SEO is crucial because it helps drive organic traffic to your website, making it easier for potential customers or visitors to find you. With the growing importance of online visibility, understanding SEO is an essential skill for businesses and individuals alike.
উত্তরমুছুনTo learn SEO, start with the basics: understand how search engines work, research keywords, and get familiar with on-page and off-page optimization techniques. There are plenty of free resources, blogs, and courses available online. For a deeper understanding, check out this article I’ve written: https://www.aponinfo24.com/2025/02/blog-post.html
SEO (Search Engine Optimization) হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ব্লগের ট্রাফিক এবং র্যাংকিং উন্নত করা যায়। এটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে (SERP) আপনার ওয়েবসাইটের অবস্থান উন্নত করতে সাহায্য করে। SEO শেখার মাধ্যমে আপনি আপনার ব্যবসার অনলাইনে উপস্থিতি বৃদ্ধি করতে পারেন, যা দীর্ঘমেয়াদী সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
উত্তরমুছুনSEO কেন শিখবেন? SEO আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে, বিক্রয় বৃদ্ধি করতে এবং ব্র্যান্ডের পরিচিতি আনার ক্ষেত্রে সহায়ক। যদি আপনি ফ্রিল্যান্সার, ব্লগার, বা ব্যবসায়ী হন, SEO শেখা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হতে পারে।
SEO শিখতে গেলে, প্রথমে কীওয়ার্ড রিসার্চ, অন-পেজ ও অফ-পেজ অপটিমাইজেশন, এবং লিংক বিল্ডিং সম্পর্কে জানুন। SEO শেখার জন্য আমি একটি বিস্তারিত আর্টিকেল লিখেছি, যা আপনি এখানে পড়তে পারেন: https://www.moneymakerit.com/2025/02/what-is-digital-marketing.html
SEO (Search Engine Optimization) হল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা আপনার ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় শীর্ষ অবস্থানে নিয়ে আসতে সহায়তা করে। SEO শেখার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন, যা আপনার ব্যবসার জন্য লাভজনক হতে পারে। SEO শিখলে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কীভাবে অন-পেজ ও অফ-পেজ SEO করতে হয়, এবং ব্যাকলিংক তৈরি করতে হয় তা বুঝতে পারবেন।
উত্তরমুছুনSEO শিখতে হলে, প্রথমে SEO এর মৌলিক ধারণাগুলি ভালোভাবে জানুন এবং তারপর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করুন। আপনি যদি SEO সম্পর্কে আরও বিস্তারিত জানাতে চান, তবে আমি আমার আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরগুলো নিয়ে আলোচনা করেছি, যা আপনাকে SEO শেখার জন্য পথপ্রদর্শক হতে পারে। আমার আর্টিকেলটি পড়ুন: https://learn-bd.com/2025/02/main-sectors-of-digital-marketing.html
একটি মন্তব্য পোস্ট করুন