কিছু কিছু ক্ষেত্রে নিউজ , কোন মজার ঘটনা কিংবা সমসাময়িক কোন বিষয়ের সাথে যে প্রোডাক্টটি কিছুটা সম্পর্কিত মনে হয় সেই প্রোডাক্টটির সাথে লিংক বিল্ডআপ করতে হবে । এরকম আরও বেশকিছু বিষয় সাইটটিকে সার্চ ইঞ্জিনে একটা ভালো অবস্থানে নিয়ে আসবে । কার্যকারী কিছু বিষয় সহয়তা করবে এ বিষয়ে , সেগুলো নিয়েই সাইটটিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
১। ইউনিক কনটেন্টঃ
একটি ভিন্নধর্মী কনটেন্ট একজন ক্রেতাকে প্রোডাক্ট এর প্রতি প্রাথমিকভাবে আকৃষ্ট করে তোলে । সুন্দর একটি গোছান লেখা যেকোন মানুষের ভালো লাগে । প্রোডাক্ট এর পরিপূর্ণ একটি বর্ণনাসহ ভালোদিক ও এটা দিয়ে কি করা যাবে এবং কি করা যাবেনা তার একটি বর্ণনা দিতে হবে ।
২। ই-কমার্স সাইট ব্লগঃ
ই-কমার্স সাইটির ব্লগটিকে বিভিন্নভাবে সমৃদ্ধ করতে হবে । প্রোডাক্ট নিয়ে বর্ণনাসহ , সাম্প্রতিক বিভিন্ন তথ্য দিয়ে ব্লগটিকে সমৃদ্ধ করতে হবে । কোন বিষয়ের সাথে কোন প্রোডাক্ট এর যদি কোন সম্পর্ক থাকে তবে সেই বিষয়ের সাথে সেই প্রোডাক্টটির কথা উপস্থাপন করতে হবে । সাথে ব্যাকলিংক দিয়ে সাইটের সেই প্রোডাক্ট এর খোঁজ দিয়ে দিতে হবে । প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ কন্টেন্ট তৈরি করতে হবে একই বিষয়ের ওপর ।
৩। বিভিন্ন ওয়েবসাইটঃ
বিভিন্ন ওয়েবসাইট কিংবা ব্লগগুলোতে ইউজার রিভিউ কিংবা কমেন্ট এর সাথে ই-কমার্স সাইটটির যে তথ্য, ব্লগ কিংবা লেখার সামাঞ্জস্যতা রয়েছে সেগুলো দিতে হবে । ই-কমার্স সাইটের নিজস্ব ব্লগ ছাড়াও আরও কিছু ব্লগিং প্ল্যাটফরম তৈরি করতে হবে এর সহকারী হিসেবে । এতে করে আরও কিছু ক্রেতা বাড়ানোর সাব সোর্স তৈরি হবে ।
৪। ব্যাকলিংকঃ
বিভিন্ন সাইটের সাথে ব্যাকলিংক তৈরি করতে হবে সাইটের সাথে । ই-কমার্স সাইটটির সাথে যে যে সাইট যুক্ত আছে তাতে এংকর ওয়ার্ড কিংবা এংকর টেক্সট থাকে কিছু । এ এংকর ওয়ার্ড কিংবা এংকর টেক্সট হচ্ছে যে শব্দটি কিংবা যে বাক্য এর সাথে ই-কমার্স সাইটির ব্যাকলিংক রয়েছে সেই লিংকের শব্দের ওপর মাউজ কারসর রাখলে সেই শব্দে ব্যাকলিংক এর নাম কিংবা ব্যাকলিংকের শব্দ দেখা যায় , যে শব্দের ওপর কারসর রাখলে এ লেখা দেখা যায় সেই শব্দ এংকর ওয়ার্ড কিংবা এংকর টেক্সট ।
এর দ্বারা একজন ব্যক্তি সেই এংকর ওয়ার্ড কিংবা এংকর টেক্সট দ্বারা প্রাথমিকভাবে ব্যাকলিংক এর ব্যাপারে একটি ধারণা পায় । এভাবে অন্য একটি সাইট থেকে ই-কমার্স সাইটে প্রবেশের সুবিধা রাখা যায় , সাথে করে শব্দের সাথে সামাঞ্জস্যতা রেখে সেইরকম প্রোডাক্ট এর ব্যাকলিংক করা থাকলে সেই ভিন্ন সাইট থেকে সরাসরি ক্রেতা তার পছন্দের প্রোডাক্ট এর খোঁজ পেতে পারে ।
৫। প্রোডাক্ট ডেসক্রিপশন যাচাইঃ
প্রোডাক্ট সম্পর্কে কনটেন্ট লেখার পর কয়েকবার লেখা মান যাচাই করতে হবে এবং এরপর সেই লেখা বিভিন্ন সাইট কিংবা ই-কমার্স সাইটির ব্লগ কিংবা সাইটের ডেসক্রিপশন এর জায়গায় স্থান দিতে হবে ।
৬। সামাজিক যোগাযোগের সাইটঃ
সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সাইটটির ব্লগের লেখা এবং সাইটটি শেয়ার করতে হবে সাইটটির পেজ থেকে এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে । যথাসম্ভব একবারের বেশি একই লেখা শেয়ার না করা উচিত । ইউনিক লেখাগুলোই শেয়ার করতে হবে ।
৭। গেম কন্টেস্ট কিংবা কুইজঃ
বিভিন্ন গেম কিংবা কুইজের কন্টেস্ট এর আয়োজন করতে হবে এবং সেই আয়োজন করে ই-কমার্স সাইটির সাথে ব্যাকলিংক করতে হবে । যাতে সে প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে মানুষ সাইটে গিয়ে ।
৮। কাস্টমার রিভিউ ব্যাকলিংকঃ
মাঝে মাঝে কাস্টমার রিভিউ এর ওপর প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে । কে কত প্রোডাক্ট এর ওপর সুন্দর রিভিউ দেয় তা সোশ্যাল মিডিয়ার পেজ থেকে পোস্ট করা যেতে পারে । তার ওপর ভিত্তি করে পুরস্কার দেয়া যেতে পারে । সেই রিভিউর ব্যাকলিংক করা যেতে পারে ।
৯। ছবি দিয়ে ব্যাকলিংকঃ
বিভিন্ন প্রোডাক্ট এর ছবি দিয়ে বিভিন্ন সাইটে এর ব্যাকলিংক করা যেতে পারে । এর মাধ্যমে যেমন ক্রেতার কাছে প্রোডাক্ট এর বিজ্ঞাপন বা এড দেয়া যাবে , তার সাথে সাইটতিতে ক্রেতাকে আনার ব্যাপারে আকৃষ্ট করা যাবে এবং সাইটটির একরকম প্রচারণাও হবে ।
১০। ইউটিউব চ্যানেলঃ
কোম্পানির একটি নিজস্ব ইউটিউব চ্যনেল কিংবা ভিডিও শেয়ারিং সাইট থাকতে হবে । বিভিন্ন সময়ে সেইসব চ্যানেলে বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিও শেয়ার কিংবা সেই ভিডিও এর মাধ্যমে কোম্পানির সাইটের লিংক দিতে হবে । এর মাধ্যমেও সাইটে নতুন কিছু ক্রেতা তৈরি হবে এবং মানুষ ই-কমার্স সাইট সম্পর্কে জানবে ।
Nazmul Hasan Majumder
Thanks admin to share a useful article. Also you can read.......
উত্তরমুছুন1. কোন কোন বিষয়ে মাস্টার্স করা যায়
2. সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায়
3. পিউরিসাল সিরাপ
4. সর্দির ট্যাবলেট
5. ব্রণ দূর করার ঔষধের নাম
6. কাশির ট্যাবলেট
7. কোরিয়া যেতে কি কি লাগে
8. তৈলাক্ত ত্বকের জন্য ভালো ফেসওয়াশ
9. কাশির সিরাপ
10. কমার্সের সাবজেক্ট গুলো কি কি
একটি মন্তব্য পোস্ট করুন