যারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন তারা প্রায়ই একটা সাধারন সমস্যায় ভুগেন সফটওয়্যার অর্থাৎ ফটোশপ  / ইলাস্ট্রেটর এর এক্টিভেশন নিয়ে। নেট থেকে খুঁজেও অনেক সময় ভালো মানের কোন এক্টিভেটর হাতের নাগালে পাওয়া যায়না। গেলেও কিছুদিন পরে আবার এক্টিভেশন নিয়ে ঝামেলায় পড়তে হয়। আজ আমরা দেখব কীভাবে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর এর আপডেট সহ CS6  ভার্শন কীভাবে লাইফটাইম এক্টিভেশন ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় তা।

প্রথমে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ছবিতে দেখনো ফাইল টি দেখবো, এখানে আমি উদাহরন হিসেবে CS6 Design Standard দেখিয়েছি এবং আমি এটি দিয়েই কাজ করছি কোন ঝামেলা ছাড়া।

 

 

নিচের লিঙ্ক অর্থাৎ Adobe Photoshop এর অরিজিনাল লিঙ্ক থেকে ৩.৭ জিবি’র অরিজিনাল ফাইল টি ডাউনলোড করে নিবো।

Adobe Photoshop & Illustartor DOWNLOAD From Original Site

 

ডাউনলোড শেষ হয়ে গেলে ফাইলটি Extract করতে হবে, যেহেতু এটি একটি 7z টাইফের ফাইল, সেহেতু আমরা এটিকে 7z Extractor দিয়েই Extract করব, যদি 7z না থাকে তাহলে

এখান থেকে ডাউনলোড

করে নিতে পারেন।

ডাউনলোড শেষে কীভাবে Extract করবো তার একটি নমুনা দেখি

 

 

Extract করতে কিছুক্ষণ সময় লাগতে পারে। Extract শেষ হলে ফোল্ডার থেকে  ‘Setup.exe’ থেকে সেটাপ দিতে গেলে নিচের ছবির মত দেখাবে, আপনার যা দরকার নেই ইচ্ছে হলে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন।

তাহলে দেখা গেলো যে ডাউনলোডের পরে  Extract শেষে সেটাপ দিতে গেলে নিম্নোক্ত ফাইল গুলো শো করবে।

 

আমার ডেস্কটপ যেহেতু 64 Bit এর তাই আমি Adobe Photoshop CS6 (64 Bit) সিলেক্ট করেছি।

এবার এখান থেকে Install বাটনে ক্লিক করলে Product Key চাইবে, আর নিচে Try / Trial লিখা থাকবে, আমরা Install দেয়ার সময় Try সিলেক্ট করবো।

Install হতে প্রায় পাঁচ মিনিট বা তার বেশি সময় নিতে পারে।

Installation এর কাজ শেষ হলে এবার আমরা এক্টিভেশনের কাজ করে নিবো।

এক্টিভেশনের জন্য আমাদের কে আরেকটি প্রায় ৬০০ কেবি’র ছোট্ট  7z ফাইল ডাউনলোড করে নিতে হবে .

Adobe Photoshop CS6 Activator / Crack

এক্টিভেটর টি ডাউনলোড শেষে আগের নিয়মে Extract করে নিবো…

 

 

 

 

 

এখানে  ‘ amtlib.dll ’ নামে একটি ফাইল দেখা যাবে, ফাইল টি কপি করে নিবো। 

কপি করে নিচের ছবিতে দেখানো পথে Paste করে নেবো, Replace এ ক্লিক করে Copy & Replace করবো।

 

 

অনেক সময় আবার Administrative Permission চাইতে পারে, তাও দিয়ে দেবো নিচের ছবিতে দেখানো মত করে…

 

 

এবার সাধারন নিয়মে Start Menu থেকে All Programmes… নিচের ছবিতে দেখি ……

 

 

এভাবে ক্লিক করে Adobe Photoshop CS6 চালু করি ।  Photoshop চালু হবার পরে উপরে টাইটেল Bar থেকে Help এ ক্লিক করবো, নিচের ছবির মত আসবে,

 

এবার এখান থেকে About Photoshop এ ক্লিক করলে Install দেয়া Photoshop এর ভার্শন কত তা দেখা যাবে, নিচে ছবিতে লক্ষ্য করি…

 

 

আমি আপডেট দেয়ার পর এখানে ভার্শন ১৩ দেখাচ্ছে, আপনিও যদি প্রয়োজন মনে করেন তাহলে আপডেট করে নিতে পারেন,

Adobe Photoshop CS6 Latest Update

আপডেটের ফাইলটি ডাউলোড করে Unzip করে আপডেট করে নিতে হবে, ছবিতে দেখানো হলো…

 

 

সময় নিয়ে টিউটোরিয়াল টি পড়ার জন্য ধন্যবাদ…

কোন ধরনের Correction কিংবা মতামত থাকলে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।

ধন্যবাদসহঃ

মুহাম্মদ ইমাম উদ্দিন।

কে,এম, হাট- ফেনী।

HeLpLiNe: 01815-682307

Facebook এ আমি …     মুহাম্মদ ইমাম উদ্দিন।

Youtube Channel:      ImAm Video Presents:

1 মন্তব্যসমূহ

  1. Adobe Photoshop Cs6 , Activation And Solution... >>>>> Download Now

    >>>>> Download Full

    Adobe Photoshop Cs6 , Activation And Solution... >>>>> Download LINK

    >>>>> Download Now

    Adobe Photoshop Cs6 , Activation And Solution... >>>>> Download Full

    >>>>> Download LINK Lk

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন